পোরশায় চেয়ারম্যান পদে পুনরায় মঞ্জুর মোরশেদ বিজয়ী

আপডেট: মে ২২, ২০২৪, ১২:০৭ অপরাহ্ণ


পোরশা (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর পোরশায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পুনরায় বিজয়ী হয়েছেন অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। তিনি কাপ-পিরিচ প্রতীকে ভোট পেয়েছেন ২৬২১৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোফাজ্জল হোসেন মোল্লাহ ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ২২৪৭৯।

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মাহমুদুল হাসান খোকন। তিনি বই প্রতীকে ভোট পেয়েছেন ১৬১৯৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোজাম্মেল হক তালা প্রতীকে ভোট পেয়েছেন ৯৬৯৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পুনরায় বিজয়ী হয়েছেন মমতাজ বেগম। তিনি হাঁস প্রতীকে ভোট পেয়েছেন ২৯৯২৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিলুফা ইয়াছমিন কলস প্রতীকে ভোট পেয়েছেন ১১২৫৬।