পোরশায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে গণসংবর্ধনা

আপডেট: মে ২২, ২০২৪, ৯:১২ অপরাহ্ণ


পোরশা (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর পোরশায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী পুনরায় নির্বাচিত হওয়ায় তাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২২ মে) সকাল ১০টায় উপজেলার পোরশা সদরের হাই মাদ্রাসা কাম হাই স্কুলে উক্ত গণসংবর্ধনা দেওয়া হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশাপাশি পোরশা মডেল প্রেসক্লাব ফুলের তোড়া দিয়ে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ওবাইদুল্লাহ শেখ, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান শাহ্, মর্শিদপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, পোরশা মডেল প্রেসক্লাবের সভাপতি আমির উদ্দীন বাবু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক নাঈম উদ্দিন, সিনিয়র সদস্য ডিএম রাশেদ, ইউসুফ আলী, আকাশ ও জলাশ প্রমুখ।