ফালগুনে মিলেছে প্রাণ ভালবাসা-সম্ভারে

আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ১২:৪১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :‘পলাশ ফুটেছে, শিমুল ফুটেছেÑ এসেছে দারুণ মাস’Ñ ঋতুরাজ বসন্ত সব ঋতু থেকেই আলাদা,দারুণ। প্রকৃতি তার রূপশোভাবৈশিষ্ট্য নিয়ে জাগ্রত দ্বারে। সব সৌন্দর্য ঢেলে দেয় অপার মহিমায়। চারিদিকে ছড়িয়ে দেয় সৌন্দর্যের আগুন। প্রেম ও ভালবাসায় মুগ্ধ হয়ে উঠে যৌবন, বিস্তৃত প্রান্তর।

মাতাল হাওয়ায় হাওয়ায় ঢেউ তুলে ভেসে যেতে চায় প্রেমময় হৃদয়, হারাতে চায় দশদিগন্তে।
সত্যিই তরুণ প্রাণে ঢেউ জেগেছে। ভালবাসার রঙে রঙিন নগর জনপদ। হলুদ লালে মিশেল পরণ, তরুণীর খোপায় রঙিন ফুলÑ বিনিময় ভালবাসা রঙিন-বৈচিত্রময়।

আজ পহেলা ফালগুন আবার বিশ্ব ভালাবাসা দিবসও। একইদিনে ভালবাসার মানুষকে ভালবাসা জানানোর এক অনন্য দিন। এ ভালবাসা প্রেমিক- প্রেমিকার, স্বামী স্ত্রীর, মায়ের সাথে সন্তানের, ভাইয়ের সাথে বোনের। ভালবাসা বিশ্বজনিন- কোনো ছোট পরিসরে একে বেধে রাখা যায় না। আজ ভালবাসা প্রকাশের দিন, ভালবাসার শক্তি প্রমাণের দিনÑ প্রকৃতি যেভাবে ভালবাসেকে ছড়িয়ে দেয়।

রাজশাহী মহানগরীতে আজ প্রাণের মেলা সর্বত্র। যৌবন মিলেছে ভালবাসার সম্ভারে। ফালগুনের রঙে রঙে মেতেছে বিশ্ববিদ্যলয়সহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। কেন্দ্রীয় উদ্যোন আর পদ্মা পাড়ে প্রাণের মেলা বসেছে। চারিদিকে ভালবাসার জয়ধ্বনি।