বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রাজশাহী

আপডেট: অক্টোবর ৩০, ২০২৩, ১০:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ বালক বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নমেন্টের বিভাগীয় পর্যাযের ৬টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বালক বিভাগের সেমিফাইনাল খেলায় স্বাগতিক রাজশাহী ১-০ গোলে সফররত সিরাজগঞ্জ জেলাকে হারিয়ে ফাইনালে উঠে। দিনের অন্য খেলায় রাজশাহী সিটি ৪-০ গোলে বগুড়া জেলাকে হারিয়ে ফাইনালে উঠে। শারীরিক শিক্ষা কলেজ মাঠে বালিকা বিভাগের সেমিফাইনাল খেলায় সিরাজগঞ্জ ৩-০ গোলে জয়পুরহাট জেলাকে হারিয়ে ফাইনালে উঠে। দিনের অন্য খেলায় স্বাগতিক রাজশাহী ও নঁওগা জেলা গোল শুন্য ড্র করলে খেলা গড়াই টাইব্রেকারে। টাইব্রেকারে স্বাগতিক রাজশাহী ৩-২ গোলে নঁওগা জেলাকে হারিয়ে ফাইনালে উঠে।

বালক বিভাগে রাজশাহী জেলা ও রাজশাহী সিটি এবং বালিকা বিভাগে রাজশাহী জেলা ও সিরাজগঞ্জ জেলা ফাইনালে আজ অংশ নেবে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দিবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপ-মহা পুলিশ পরিদর্শক আনিসুর রহমান বিপিএম(বার), পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ও জেলা প্রশাসক শামীম আহমেদ উপস্থিত থাকবেন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) (যুগ্ম-সচিব) জসীম উদ্দনি হায়দার সভাপতিত্ব করবেন বলে জানান জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ