‘বড়াইগ্রামের উন্নয়নে কাজ করার অঙ্গীকার’

আপডেট: জুন ৩০, ২০২৪, ৯:১১ অপরাহ্ণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:


নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের অংশ গ্রহনে প্রথম সভা রোববার (৩০ জুন) অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে নব-নির্বাচিত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেব বাবলু, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ভুট্টু ও চামেলী বেগমকে ফুল দিয়ে বরণ করে নেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস।

উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভার শুরুতেই সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবলু। তিনি বলেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে দীর্ঘ ৩৫ বছর রাজনীতির মাঠে আন্দোলন সংগ্রাম করে এই প্রথম জনপ্রতিনিধি হিসেবে দায়ীত্ব পেয়েছি। জনসেবা করবো বলে সরকারি কলেজের চাকুরীতে ইস্তফা দিয়েছি।

তাই এখন জনগন তথা বড়াইগ্রামের উন্নয়নের মাধ্যমে নিজেকে একজন প্রকৃত দেশপ্রেমিক হিসেবে পরিচিত কররে কাজ করে যেতে চাই। এ জন্য প্রশাসনসহ সকলের সহযোগিতা প্রয়োজন। তার সাথে একাত্বতা ঘোষনা করেন ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ভুট্টু ও চামেলী বেগম। পরে একই সাথে চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবলুর সভাপতিত্বে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এরপর মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ