বদলগাছী আব্দুল জব্বার স্মতি সংঘের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট: জুন ২০, ২০২৪, ৭:৫৮ অপরাহ্ণ


বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:


‘আসুন আদর্শ মানুষ হিসাবে নিজেকে গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর বদলগাছী আব্দুল জব্বার স্মৃতি সংঘের উদ্দোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। ইদের পরের দিন মঙ্গলবার বিকালে ভান্ডারপুর হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী।

বিশেষ অতিথি ছিলেন এমপির সহধর্মিনী রক্তিমা চক্রবর্ত্তী, প্রাক্তন সহকারী শিক্ষক মো, মোজাহার আলী। অন্যান্যদের মধ্যে পলিশ সুপার তারেক মাহমুদ, অধ্যক্ষ মো, ইলয়াস আলম, সহকারী অধ্যাপক ফয়সাল কবির, প্রফেসর ড. মীর খালেদ ্কবাল চৌধুরী, প্রফেসর ড. মুশফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু খালেদ বুলু, ব্যবসায়ী মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মো, রাশেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে এসএসসি ও সমমান ডিপিএ ৫ প্রাপ্ত মোট ৩২০ জন শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।