বাংলাদেশে পঞ্চাশ হাজার টন পেঁয়াজ রপ্তানি করবে ভারত

আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ৮:৫৯ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :বাংলাদেশে ৫০,০০০ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছেন কেন্দ্রীয় সরকার। দেশের রপ্তানি-কারকরা আগামি রোববার (৩১ মার্চ) পর্যন্ত এই পেঁয়াজ বাংলাদেশে পাঠাতে পারবে। অবিলম্বে রপ্তানি কার্যক্রম আরম্ভ করা হবে। খবর এক সর্ব-ভারতীয় গণমাধ্যমের। কেন্দ্রীয় ভোক্তাবিষয়ক অধিদপ্তরের সচিব রোহিত কুমার সিং বৃহস্পতিবার (২২ ফেব্রƒয়াুির) নয়াদিল্লিতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
রোহিত কুমার জানান, “আমরা বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ, মরিশাসে ১২০০ টন ও বাহরাইনে ৩০০০ টন এবং ভুটানে ৫৬০ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছি। ব্যবসায়ীদের ৩১ মার্চ পর্যন্ত এই পরিমাণ পেঁয়াজ রপ্তানি করার অনুমতি দেওয়া হয়েছে এবং এ লক্ষ্যে-উদ্দেশ্য কাজ চলছে।”

তিনি বলেন, বিদেশ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বছরের ডিসেম্বরে অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version