বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে নবম বৃহত্তম ভোক্তা বাজার হবে : প্রধানমন্ত্রী

আপডেট: নভেম্বর ১৯, ২০২৩, ১:০৯ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সোনার দেশ ডেস্ক :


প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে নবম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে বলে আমাদের ধারণা।
প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে যুক্তরাজ্য-জার্মানি এবং বর্তমান উচ্চ-প্রবৃদ্ধির ভিয়েতনাম বা থাইল্যান্ডের বাজারকে ছাড়িয়ে যেতে আওয়ামী লীগ সরকার কাজ করছে।

রোববার (১৯ নভেম্বর) রাজধানীর হোটেল র‌্যাডিসনে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৬০ বছর পূর্তির অনুষ্ঠান ও ইনভেস্টমেন্ট এক্সপো ২০২৩-এর উদ্বোধনীতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের বিপুল জনসংখ্যা আছে। সেটাকে আমরা অধিকতর কাজে লাগাবো। তাদের দক্ষ জনশক্তি হিসেবে আমরা গড়ে তুলছি।
তথ্যসূত্র: বাংলানিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ