বাগমারায় আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট: জুন ২৩, ২০২৪, ১১:৫৩ অপরাহ্ণ


বাগমারা প্রতিনিধি:


‘আওয়ামীলীগ আছে মানুষের সাথে, মানুষের পাশে, ৭৫ বছর ধরে গৌরবের সাথে’ এই শ্লোগান নিয়ে বাগমারা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আওয়ামীলীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে মধ্যাহ্ন ভোজ, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাহেরপুর পৌরসভার জামগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বাগমারার সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

তাহেরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিয়া উদ্দিন টিপুর সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সহসভাপতি এ্যাড. ইব্রাহীম হোসেন, উপজেলা চেয়ারম্যান এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু, তাহেরপুর পৌর মেয়র খন্দকার সায়লা পারভীন, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবু বাক্কার মৃধা মুনছুর, ভাইস চেয়ারম্যান শহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বানু প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা, দুই পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগি সংগঠনের নেতা কর্মী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি সহ কয়েক হাজার জনতা উপস্থিত ছিলেন। শেষে ঢাকা, নাটোর, আত্রাইসহ স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।