বাগমারার বীরকুৎসা অবিনাশ স্কুলে ২০০০ সালের পরিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট: জুন ২৫, ২০২৪, ৯:৩৭ অপরাহ্ণ


বাগমারা প্রতিনিধি:


রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের বীরকুৎসা অবিনাশ স্কুল ও কলেজের এসএসসি ২০০০ সালের পরিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) এ উপলক্ষে স্কুল ও কলেজ প্রাঙ্গনে ওই প্রতিষ্ঠানের বিভিন্ন অবসরপ্রাপ্ত ও কর্মরত শিক্ষক,কর্মচারী এবং গভর্নিংবডির সদস্যদের নিয়ে অনুষ্ঠানটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীরকুৎসা অবিনাশ স্কুল ও কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক মজনু মহাম্মাদ, অন্যান্য শিক্ষক মন্ডলী, ২০০০ ব্যাচের পরিক্ষার্থী ও অতিথিবৃন্দ।

এসময় স্মৃতিচারন মূলক বক্তব্য রাখেন, ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে প্রকৌশলী শাহীন আলম. সিনিয়র জেনারেল ম্যানেজার ( মবিল-ইন-বাংলাদেশ) প্রমূখ।
‘শেকড়ের টানে প্রানের উৎসবে মিলিত আমরা এসএসসি ২০০০ ব্যাচ’ এই শ্লোগান নিয়ে আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেন, হাবিবুর রহমান, আবু হেনা মোস্তপা কামাল ও অনন্ত কুমার।

এ বিভাগের অন্যান্য সংবাদ