বাগাতিপাড়ার ভূমি অফিসে তালা ভেঙে চুরি

আপডেট: অক্টোবর ১১, ২০২৩, ৮:০০ অপরাহ্ণ


বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:


নাটোরের বাগাতিপাড়ায় ইউনিয়ন ভূমি কার্যালয়ের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন ভূমি কার্যালয়ের প্রধান ফটকের দুটি তালা ভেঙে অফিসের কাজে ব্যবহৃত সামগ্রী চুরি হয়েছে বলে জানান ওই কার্যালয়ের উপসহকারী ভূমি কর্মকর্তা।

সূত্রে জানা যায়, মঙ্গলবার অফিস শেষে মূল ভবনের কলাপসিবল গেটে দুটি তালা লাগিয়ে সকলে বাড়ি চলে যায়। পরে বুধবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে ডাটা এন্ট্রি অপারেটর অনিক মাহমুদ এসে গেটের দুটি তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান। তারপর ভেতরে গিয়ে দেখা যায়, অফিসের একটি ল্যাপটপ, একটি স্ক্যানার এবং সরঞ্জামসহ একটি কম্পিউটার চুরি হয়েছে। পরে উপসহকারী ভূমি কর্মকর্তাকে খবর দিলে তিনি ঘটনাটি বাগাতিপাড়া মডেল থানাকে জানিয়ে একটি সাধারণ ডায়রি (জিডি) করেছে।

উপসহকারী ভূমি কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, নৈশপ্রহরী না থাকার কারণে এমন চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খাঁন বলেন, অতিদ্রুত বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।