বাগেরহাটে সড়কে প্রাণ গেল তিনজনের

আপডেট: এপ্রিল ২৭, ২০২৪, ১২:১৯ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


বাগেরহাটের রামপালে ট্রাক চাপায় ব্যাটারিচালিত ভ্যানের তিন আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) সকাল ৭:৪৫ টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার ঝনঝনিয়া চেয়ারম্যানের মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, ঝনঝনিয়া গ্রামের একলাছ মোড়লের ছেলে আজাদ মোড়ল (৩২), একই গ্রামের রাজ্জাক মোড়লের ছেলে সাঈদ মোড়ল (৪০) এবং কুমলাই গ্রামের মকবুল মল্লিকের ছেলে মনি মল্লিক। তারা ভ্যানে করে স্থানীয় ভাগা এলাকায় যাচ্ছিলেন।

রামপাল থানার ওসি সোমেন বলেন, শনিবার সকালে খুলনা থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা ৩ আরোহীর মধ্যে একজন ঘটনাস্থলে এবং অপর দু’জন হাসপাতালে নেয়ার পথে মারা যান।

রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার লাবণী পাল জানান, ট্রাক দুর্ঘটনায় ৩ জনকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয়। তাদেরকে মৃত অবস্থায় পাওয়া যায়। অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা।
ওসি আরো জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর ট্রাক ও চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
তথ্যসূত্র: বিডিনিউজ