বাঘায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান

আপডেট: এপ্রিল ২৩, ২০২৪, ৩:০৫ অপরাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি :


রাজশাহীর বাঘায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার খায়েরহাট পশ্চিমপাড়া গ্রামের মকবুল সরকারকে ঢেউ টিন, নগদ টাকা ও শুকনো খাবার দিয়ে সহায়তা প্রদান করা হয়।

জানা যায়, সোমবার (২২ এপ্রিল) উপজেলার খায়েরহাট পশ্চিমপাড়া গ্রামের মকবুল সরকারের বাড়িতে রান্না ঘরের চুলার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তার নগদ ৩ লাখ টাকা, ২টি রান্না ঘর, ৮টি সেমিপিাঁকা ঘর ও ৩টি ছাগল মারা গেছে। বাঘা ও লালপুরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

এ ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন বান্ডিল ঢেউ টিন, নগদ ৯ হাজার টাকা ও তিন প্যাকেট শুকনো খাবার দিয়ে সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন, ৯ ওয়ার্ড কাউন্সিলর আবু জাহিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুব প্রমুখ।