সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়ন জাতীয় সমাজতান্ত্রীক দল (জাসদ) এর কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৬ মে) বিকালে চকরাজাপুর হাইস্কুল মাঠে এই কমিটি গঠন করা হয়।
আয়োজিত কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইদ্রিস আলী শিকদার। প্রধান অতিথি ছিলেন জাতীয় সমাজতান্ত্রীক দল (জাসদ) এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, রাজশাহী জেলা জাসদের সাবেক সভাপতি/সম্পাদক, বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বাঘা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিউর রহমান শফি। পরে ৭১ সদস্য বিশিষ্ঠ একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি ইদ্রিস আলী শিকদার, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মোল্লা ও সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম খান নির্বাচিত হয়েছেন।