বাঘায় মালচিং পদ্ধতিতে সবজি চাষ নিয়ে মতবিনিময় সভা

আপডেট: ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ১১:৪৯ অপরাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর বাঘায় মালচিং পদ্ধতিতে সবজি চাষ নিয়ে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলার আমোদপুর গ্রামে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মালচিং আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমোদপুর গ্রামের বাসিন্দা নুরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বোয়ালিয়া উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন আমোদপুর গ্রামের লিড ফার্মার শিক্ষক আলী আশরাফ। বক্তব্য দেন বাঘা উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি-কর্মকর্তা রাজিব আহাম্মেদ, আব্দুল মোতাল্লেব, সোহেল রানা, রবিউল ইসলাম প্রমুখ।

আলোচনায় সভায় মালচিং পদ্ধতির মাধ্যমে শীতকালীন সবজি গরমকালে কীভাবে উৎপাদন করতে হবে শতাধিক কৃষকে মালচিং পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। এছাড়া ক্যাপসিক্যাপ, ড্রাগন, রকমেলা, সবুজ রঙ্রে কমলা, চিয়াসিড, বিনাধান সম্পর্কে বিষদ আলোচনা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ