বাঘায় রাতের আঁধারে ১০০ পেঁপে এবং লাউ গাছ কেটে সাবাড়

আপডেট: মে ২, ২০২৪, ৮:৩৫ অপরাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


রাজশাহীর বাঘায় রাতের আঁধারে ১০০টি পেঁপে ও লাউ গাছ কেটে সাবাড় করে দেয়া হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল)উপজেলার নিশ্চিন্তপুর মাঠে রাতের আধারে এ ঘটনাটি ঘটিয়েছে। তবে এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বাঘায় জানা গেছে, উপজেলার পূর্ব নিশ্চিতপুর গ্রামের আবুল কালামের ছেলে রবিন আহমেদ দুই বিঘা জমিতে ১৫০টি পেঁপে ও ১০০টি লাউ গাছ গাছ রোপন করেন। এরমধ্যে ৫০টি পেঁপে ও ৫০টি লাউ গাছ কেটে ফেলা হয়েছে। তবে পেঁপে এবং লাউ গাছে ফল আসতে শুরু করেছে। এ সময় রাতের-বেলায় পূর্বশত্রুতা করে গাছ কেটে সাবাড় করে দেয়া হয়েছে। এ ঘটনায় রবিন আহমেদ বাদি হয়ে চারজনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে রবিন আহমেদ বলেন, আমি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছি। তারা আমার এতো বড় সর্বনাশ করেছে। তাদের গ্রেফতার করে রিমান্ডে নিলে এর সত্যতা পাওয়া যাবে।
বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ