বাঘায় শতবছর বয়সি আম গাছের ডাল কেটে সাবাড়

আপডেট: নভেম্বর ২৬, ২০২৩, ৮:২৭ অপরাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


বাঘায় রাতের আঁধারে শত বছর বয়সী আম গাছের ১৬ টি ডাল কেটে দেওয়ার অভিযোগ করা হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) ভোর রাতে উপজেলার বলিহার মাঠে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বলিহার গ্রামের সুনীল সরকার ৬ জনকে আসামি করে রোববার (২৬ নভেম্বর) থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সুনীল সরকার বলেন, বলিহার মাঠে চার বছর আগে মুকুল হোসেনের কাছ থেকে একটি আম বাগান ক্রয় করি। এই বাগানে প্রায় শত বছর বয়সী দুইটি আশ্বিনা আম গাছ রয়েছে। বাগানের বড় দুটি গাছের ডালের কিছু অংশ পাশের জমির মহসিন ও তার ভাই মসলেম উদ্দিনের জমির মধ্যে যায়।

শনিবার ভোর রাতে সেই গাছের ১৬টি ডাল কেটে দেওয়া হয়েছে। নিরুপায় হয়ে নিজাম উদ্দিন, মেরাজ আলী, আব্দুর রহমান, শামিম হোসেন, মহির উদ্দিন ও হাবিবুল্লাহর নামে বাঘা থানায় অভিযোগ করেছি।

বাঘা থানার ওসি খায়রুল ইসলাম জানান, আম গাছের ডাল কাটার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ