ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী এখন ঢাকায়

আপডেট: এপ্রিল ৭, ২০২৪, ২:৩১ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক:


দুদিনের সফরে ঢাকা এসে পৌঁছেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। বাংলাদেশে লাতিন আমেরিকার দেশটির প্রথমবারের মত কোনো উচ্চ পর্যায়ের সফর এটি।
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী রোববার (৭ এপ্রিল) সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তাকে স্বাগত জানান।

দু’দিনের এই সফরে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি ব্যবসায়ী প্রতিনিধিদেরও সফরসঙ্গী করেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন; পাশাপাশি বেসরকারি পর্যায়ে কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন।

রোববার বিকাল পৌনে ৫ টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে মাউরো ভিয়েরার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে সোয়া ৩টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠক হবে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে।

লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে বেশ গুরুত্ব দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তার এই সফরে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পথরেখা ঠিক করে ‘কারিগরি সহযোগিতা চুক্তি’ হবে এবং খেলাধুলায় সহযোগিতার বিষয়ে সই হবে একটি সমঝোতা স্মারক।
তথ্যসূত্র: বিডিনিউজ