বড়াইগ্রামে শিক্ষা কর্মকর্তাকে মারপিটের ঘটনায় গ্রেফতার ৩

আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৩, ৭:৪১ অপরাহ্ণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:


নাটোরের বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে মারপিটের ঘটনায় ৩৫ জনের নামে দায়েরকৃত মামলায় ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ওসমান গণি মালিপাড়া গ্রামের শের আলীর ছেলে, আবু বক্তর ফজলুল হকের ছেলে ও জুয়েল রানা উপলশহর গ্রামের আব্বাস আলীর ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর থেকেই আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে। আসামীরা পলাতক রয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যেই প্রধান আসামীসহ অন্যান্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফের কার্য্যালয়ে ঢুকে তাকে লাঞ্চিত ও অফিস তচনছ করে স্থাণীয় সাংসদ ডা. সিদ্দিকুর রহমানের আপন ৩ ভাগনেসহ ৩৫ যুবক। পরে চার জনের নাম উল্লেখ করে ৩৫ জনের নামে মামলা দায়ের করেন শিক্ষা কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ