ভারতের ৫২টি ওষুধ নিম্নমানের, জারি হল সতর্কতা

আপডেট: জুন ২৭, ২০২৪, ১০:১৮ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক:


নিয়মিত ব্যবহৃত হয় এমন ৫২টি ওষুধকে নিম্নমানের বলে চিহ্নিত করল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে ২২টি ওষুধ তৈরি হয় হিমাচল প্রদেশে। এর নমুনা সংগ্রহ করা হয়েছে জয়পুর, হায়দরাবাদ, ওয়াঘোড়িয়া এবং গুজরাটের ভাদোদরা, অন্ধ্রপ্রদেশ এবং ইন্দোর থেকেও। জানা গিয়েছে, যে সমস্ত ওষুধের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলো দ্রুত তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মোট ৫২টি ওষুধের নমুনা পরীক্ষা করার পর গত ২০ জুন সতর্কতা জারি করে সিডিএসসিও। জানা গিয়েছে, খিঁচুনি এবং উদ্বেগজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত ক্লোনাজেপাম ট্যাবলেট, ব্যথা উপশমকারী ডাইক্লোফেনাক, অ্যান্টি-হাইপারটেনশন ড্রাগ টেলমিসার্টন, শ্বাসযন্ত্রের রোগের চিকিৎসায় ব্যবহৃত অ্যামব্রোক্সল, ফ্লুকোনাজোল, একটি অ্যান্টিফাঙ্গাল এবং কিছু মাল্টিভিটামিন এবং ক্যালশিয়াম ট্যাবলেট এই তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version