মহাদেবপুরে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে আলোচনা ও উপকরণ বিতরণ

আপডেট: জুন ১৩, ২০২৪, ৯:১৬ অপরাহ্ণ


মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর মহাদেবপুরে গতকাল বৃহস্পতিবার মাসিক ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা মূলক আলোচনা ও উপকরণ বিতরণ করা হয়েছে। উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প রোদইল বিডি-০২৪৮ এর আয়োজনে প্রকল্প ব্যবস্থাপক মি. বিবেক দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ খুরশিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহাদেবপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাখাওয়াত হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রোমান আক্তার, জিএসটি বোর্ড সদস্য ও প্রধান শিক্ষক রাজিত দাস, সাংবাদিক মোঃ মেহেদী হাসান, স্থানীয় পালক রেভা. অনুকূল মন্ডল প্রমুখ। আলোচনা সভা শেষে প্রকল্পের ৯-২২ বছর বয়সী শিশু কন্যা ও সিএসপি মায়েদের মাঝে মাসিক ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ