মহামতি লেলিনের জন্মদিন আজ

আপডেট: এপ্রিল ২২, ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


কমরেড ভিআই লেলিনের জন্মদিন আজ। ১৮৭০ সালের ২২ এপ্রিল রাশিয়ার শিববির্স্ক শহরে ভøাদিমির ইলিচ উলিয়ানভ লেলিনের জন্ম।
সমাজতান্ত্রিক জাগরণের মাধ্যমে রুশ বিপ্লবের নায়ক লেলিনের সেই বলশেভিক বিপ্লব আলোড়িত করেছিল গোটা বিশ্বের মুক্তিকামী মানুষকে। তাঁর আদর্শে মার্কসবাদকে বুকে ধারণ করে লাল পতাকাতলে একীভূত হয়ে সমাজ পরিবর্তনের শপথ নিয়েছিল মেহনতি মানুষ।
লেলিন এই বিশ্বের প্রথম সার্থক বিপ্লবী যিঁনি একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর বাস্তব রূপ দেন।

আত্মত্যাগে অবিস্মরণীয় এই মানুষটি নিজের সুখ-স্বাচ্ছন্দ্যের কথা ভাবেননি, চিরকাল কাটিয়েছেন দারিদ্রের মাঝে। জীবনের অনেকটা সময় কেটেছে তার নির্বাসনে। ১৯১৭ থেকে ১৯২৪ সাল পর্যন্ত রাশিয়ার বলশেভিক পার্টির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯২৪ সালের ২১ জানুয়ারি ব্যক্তি লেলিনের মৃত্যু হয়। কিন্তু তাঁর আদর্শ ধারণ করে আজো বিশ্বের বিপ্লবীরা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেন।