মহিলা কলেজের উপাধ্যক্ষ ড. নাজনীনের পিআরএল জনিত বিদায় সংবর্ধনা

আপডেট: মে ৮, ২০২৪, ৮:৩০ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


বুধবার (৮ মে) রাজশাহী সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানার পিআরএল জনিত বিদায় সংবর্ধনা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। উপস্থিত ছিলেন এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক মো. তোফাজ্জল হোসেন মোল্লা, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত হয়েছিলেন রাজশাহী কলেজ, নিউ গভঃ ডিগ্রী কলেজ, সরকারি সিটি কলেজসহ রাজশাহীস্থ বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে আলোচনার এক পর্যায়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সকলে বিদায়ী উপাধ্যক্ষের কর্মজীবন ও ব্যক্তিজীবন নিয়ে ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবনের জন্য সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। অবসর সময়ে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত থেকে কাজ করার জন্য সকলে তাঁকে অনুপ্রাণিত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমাতুজ্জোহরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ