মালয়েশিয়ায় নৌসেনার দুই হেলিকপ্টারের সংঘর্ষে ১০ জন নিহত

আপডেট: এপ্রিল ২৩, ২০২৪, ১:২৮ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক :


নৌসেনার মহড়া চলাকালীন দুই হেলকপ্টারের সংঘর্ষ হয়েছে। প্রসঙ্গত, নৌসেনার বর্ষপূর্তি উপলক্ষে মালয়েশিয়ায় সেনা হেলিকপ্টারের মহড়া চলছিল। এ সময় দু’টি হেলিকপ্টার পরস্পরের কাছাকাছি চলে আসে। তার পরই হেলিকপ্টার দু’টির মধ্যে সংঘর্ষ হয়।

নৌসেনার প্যারেড গ্রাউন্ডেই হেলিকপ্টার দু’টি ভেঙে পড়ে। রয়্যাল মালয়েশিয়ান নেভি বিবৃতি জারি করে জানায়, এই ঘটনায় অন্তত ১০ জন মারা গেছেন। জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৯ টা নাগাদ মহড়া শুরু হয়। পেরাকে লুমুট নৌসেনা ঘাঁটিতে মহড়া চলছিল। তখনই দুর্ঘটনা ঘটে। দু’টি হেলিকপ্টারে পাইলটসহ মোট ১০ জন ছিলেন।

সকলেই মারা গেছেন। মৃতদেহগুলি উদ্ধার করে লুমুট সেনা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। সেই ভিডিওয় দেখা গেছে, অন্তত ৬-৭ টি হেলিকপ্টার মহড়া দিচ্ছিল।

আচমকাই একটি হেলিকপ্টার অন্য একটি হেলিকপ্টারের দিকে মোড় নেয়। খুব কাছাকাছি চলে আসে দু’টি কপ্টার। তখনই একটি হেলিকপ্টারের রোটারের সঙ্গে অন্যটির সংঘর্ষ হয়। এরপর, হেলিকপ্টার দু’টি গোত্তা খেয়ে প্যারেড গ্রাউন্ডে আছড়ে পড়ে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ