মিগজাউমের প্রভাবে চেন্নাইয়ে আ জনের মৃত্যু

আপডেট: ডিসেম্বর ৫, ২০২৩, ১:১২ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব ভারতের উপকূলীয় অঞ্চলে

সোনার দেশ ডেস্ক :


ভারতের চেন্নাইয়ে তাণ্ডব চালিয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় মিগজাউম এখন অন্ধ্রপ্রদেশের দিকে এহোচ্ছে। স্থানীয় আবহাওয়া অধিদফতর এরই মধ্যে অন্ধ্রপ্রদেশের ৮ জেলায় জরুরি সতর্কতা জারি করেছে। এদিকে প্রবল বর্ষণে ভেসে গেছে চেন্নাই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

অন্ধ্রপ্রদেশের তিরুপতি, প্রকাশম, নেলোর, কৃষ্ণা, বাপটলা, কোনসিমা, পশ্চিম গোদাবরী এবং কাকিনাদা জেলায় ঘুির্ণঝড়ের কারণে জরুরি সতর্কতাবস্থা জারি করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন, জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে এই ঝড়টিতে বড় ধরনের চ্যালেঞ্জ হিসাবে দেখতে এবং সব ধরনের প্রস্তুতি রাখতে।

তিনি বলেন, বাতাস ১১০ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য বিশেষ কর্মী নিয়োগ করা হয়েছে। এরই মধ্যে নিচু এলাকা থেকে লোকজন সরিয়ে নিয়ে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।
ওড়িশা সরকারও সতর্কতা-ব্যবস্থায় দক্ষিণের জেলাগুলিতে উদ্ধারকারী দল মোতায়েন করেছে। সমস্ত উপকূলীয় এবং দক্ষিণ জেলা কালেক্টরদের সতর্ক করা হয়েছে। জেলেদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ