নাটোরে ৮ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ II প্রায় দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা-অধিকার

আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৪, ৮:৫২ অপরাহ্ণ


নাটোর ও লালপুর প্রতিনিধি:নাটেরের লালপুর উপজেলায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছেন। এসময় ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৮ ব্যবসায়ীকে সংরক্ষন আইনের বিভিন্ন ধারায় ১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল হতে দুপুর পর্যন্ত উপজেলার গোপালপুর বাজারে মেয়াদোত্তীর্ণ এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর।
সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর বলেন, শনিবার নাটোরের লালপুর উপজেলার গোপালপুর বাজারে জেলা ভোক্তা অধিদপ্তর একটি অভিযান পরিচালনা করেন। এসময় ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৮ ব্যবসায়ীকে সংরক্ষন আইনে ৯ এর বিভিন্ন ধারায় ১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মেসার্স ভাই ভাই ফার্মেসীর স্বত্বাধিকারী মো. রুমন ইসলাম ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ২০ হাজার টাকা, একই এলাকায় অবস্থিত মেডি ফার্মার স্বত্বাধিকারী চন্দন পাঠককে ২০ হাজার টাকা,

জামিল ফার্মেসীর স্বত্বাধিকারী মো. জামিল হোসেনকে ৩০ হাজার টাকা, খন্দকার ফার্মেসীর স্বত্বাধিকারী মো. শিমুলকে ৩৭ ধারায় ২০ হাজার টাকা, মা মেডিসিন কর্নারের স্বত্বাধিকারী মো. তানভীর আহমেদকে একই অপরাধে ২০ হাজার টাকা, মেসার্স রাসেল ফার্মেসীর স্বত্বাধিকারী মো. রাসেলকে ৮ হাজার টাকা, খান মেডিকেল স্টোরের স্বত্বাধিকারী মো. মওসুম আলম খানকে ৩৭ ধারায় ১০ হাজার টাকা এবং একই এলাকায় অবস্থিত শামীম ফার্মেসীর স্বত্বাধিকারী মো. শামীমকে একই ধারায় পাঁচ হাজার টাকাসহ মোট ১ লাখ ৩৩ হাজার জরিমানা ও আদায় করা হয়।

তিনি আরও জানান, এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে এ কর্মকর্তা জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ