মোবাইল ফোন ব্যবহারে নিষেধ, ঘুমন্ত ভাইকে কুপিয়ে হত্যা কিশোরীর

আপডেট: মে ৫, ২০২৪, ১২:২৫ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


মোবাইল ফোনে কথা বলতে বাধা দেয়ার জেরে ঘুমন্ত ভাইকে কুপিয়ে হত্যা করলো কিশোরী। নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে ভারতের ছত্তিশগড়ে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে ছত্রিশগড়ের খয়রাগড়-ছুইখাদান-গন্ডই জেলায়।

ফোনে ছেলেদের সঙ্গে কথা বলছিল ১৪ বছরের কিশোরী। তা ঘিরেই আপত্তি জানিয়ে বকাঝকা করেন দাদা। সেই রাতেই বোনকে জানান, আর মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। ভাইয়ের বকুনি শুনেই চরম পদক্ষেপ নেয় কিশোরী।

১৮ বছরের যুবক যখন ঘুমিয়েছিল, ওই সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলায় কোপ মেরে হত্যা করে কিশোরী। এরপর জামা এবং মেঝেতে রক্তের দাগ মুছে প্রতিবেশীদের গিয়ে জানায়, তার দাদাকে কেউ হত্যা করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরুর পর কিশোরীকে টানা জেরা করে। জেরার সময় ভাইকে খুনের ঘটনা স্বীকার করে নেয় সে। শুক্রবার (২ মে) তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তথ্যসূত্র: আজকাল অনলাইন