রাজশাহীতে বৃষ্টি হয়েও হলো না

আপডেট: জুন ২৮, ২০২৪, ১১:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


ভোরের আকাশে ছিল মেঘের ঘনঘটা। সকাল আটটার দিকে কয়েক ফোটা ঝরেছে বৃষ্টি। তারপরে মেঘ সরে গিয়ে আবার রোদের দেখা মিলিছে। দিনভর ভ্যাপসা গরম থাকলেও বিকেল সাড়ে চারটার দিকে পূর্ব আকাশ থেকে উঠে আসে মেঘ। বিকেল ৫:০৫ মিনিট থেকে নামতে থাকে বৃষ্টি। মাত্র ১৫ মিনিটে বৃষ্টিপাত হয়েছে ১ দশমিক ২ মিলিমিটার। ফলে রাজশাহীতে বৃষ্টি হয়েও হলো না।

জানা গেছে, শুক্রবার (২৮ জুন) রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি।

অবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সর্বশেষ ২২ জুন বৃষ্টিপাত হয়েছিল দশমিক ২ মিলিমিটার। এরপরে রাজশাহীতে আর বৃষ্টিপাত হয়নি। তবে কিছুদিন থেকে আকাশে মেঘ দেখা যাচ্ছে। বৃষ্টিপাত হয়নি। তবে রাজশাহী বিভাগের অন্য জেলাগুলোতে বৃষ্টিপাত হয়েছে। শুধুমাত্র রাজশাহীতে কম বৃষ্টিপাত হচ্ছে।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক এসএম গাউসুজ্জামান বলেন, রাজশাহীর আকাশে মেঘ মাঝে মধ্যে মেঘের দেখা মিলছে। কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। আগামি কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাত হতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ