রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী উৎসব’ আজ

আপডেট: এপ্রিল ৩০, ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ণ


রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মঙ্গলবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত হবে বৈশাখী উৎসব-১৪৩১। বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে এটি। অনুষ্ঠানটি আয়োজন করছে রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট।

আয়োজকরা জানান, ‘ভেঙ্গেও আবার গড়তে জানে সে চির-সুন্দর! তোরা সব জয়ধ্বনি কর’- প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার মুক্তমঞ্চে এই বৈশাখী উৎসব উদযাপিত হবে। বিকেল ৫টায় বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। সাংস্কৃতিক সন্ধ্যায় নাচ, গান, আবৃত্তি ও অভিনয়ে মাতাবেন জোটভুক্ত সংগঠনের সাংস্কৃতিক কর্মীসহ ক্যাম্পাস ও মহানগরের সাংস্কৃতিক কর্মীরা।

এ ব্যাপারে সংগঠনটির সভাপতি রায়হান ইসলাম বলেন, ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে অসাম্প্রদায়িক চেতনা লালন এবং বিশ্ব কল্যাণের অমোঘ বার্তা সামনে রেখে এই উৎসবের আয়োজন করা হয়েছে। বাঙালির চিরায়ত সংস্কৃতি লালনের মাধ্যমে বছরটা যেন সুখময় হয় সেই কামনা থাকবে। এছাড়া উৎসবে শোভাযাত্রা ও অনুষ্ঠানে সকলকে সবান্ধব অংশ নেয়ার আমনন্ত্রণ জানিয়েছে তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ