রাজশাহী সিটি প্রেসক্লাবের নির্বাচনি তফশীল ঘোষণা

আপডেট: মে ৪, ২০২৪, ৯:২১ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


ঐতিহ্যবাহী ৩৫ বছরের সাংবাদিকদের প্রিয় সংগঠন রাজশাহী সিটি প্রেসক্লারে দ্বি-বার্ষিক নির্বাচন (২০০৪-২৬) এর নির্বাচনী তফশীল শনিবার (৪ মে) বেলা ১১টায় উপশহর মোড়স্থ ক্লাবের অস্থায়ী কার্যালয় বাংলাদেশ সাংবাদিক সংস্থা অফিসে ক্লাব আহ্বায়ক মো. আব্দুস সবুর ঘোষণা করেন।

নির্বাচনী তফশীল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ ৭ মে সন্ধ্যা ৭টা, তালিকার ওপর আপত্তি গ্রহন ৮ মে সন্ধ্যা ৭টা হতে রাত ৯টা, আপত্তি নিষ্পত্তি ৯ মে সন্ধ্যা ৭টা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১০ মে সন্ধ্যা ৭টা, মনোনয়ন পত্র উত্তোলন ১১ মে সন্ধ্যা ৭টা হতে রাত ৯টা, মনোনয়ন পত্র উত্তোলন ও জমা ১২ মে সন্ধ্যা ৭টা হতে রাত ৯টা, খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ১৩ মে সন্ধ্যা ৭টা, প্রার্থী তালিকার ওপর আপত্তি গ্রহণ ১৪ মে সন্ধ্যা ৭টা হতে ৯টা, প্রার্থী তালিকার আপত্তি নিষ্পত্তি ১৫ মে সন্ধ্যা ৭টা, মনোনয়ন পত্র প্রত্যাহার ১৬ মে সন্ধ্যা ৭টা, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৭ মে সন্ধ্যা ৭টা, ভোট গ্রহণ ২৫ মে বিরতিহীন ভাবে সকাল ১০টা হতে বেলা ১২ পর্যন্ত, ভোট গণনা ঐ দিন বেলা ১টা ও ফলাফল ঘোষণা বেলা ১টা।
নির্বাচনী সকল নোটিশ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বাংলাদেশ সাংবাদিক সংস্থা অফিসের নোটিশ বোর্ডে লাগানো থাকবে এবং অস্থায়ী কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য নির্বাচন পরিচালনার জন্য ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠণ করেছে ক্লাবের কার্য নির্বাহী পরিষদ। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী। নির্বাচন কমিশনার রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত ও রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের আহ্বায়ক এ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু।