রাবিতে মধুসূদন দ্বিশতজন্মবর্ষ আন্তর্জাতিক সেমিনার ২৫ এপ্রিল

আপডেট: এপ্রিল ২৩, ২০২৪, ৯:৩৪ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দ্বিশতজন্মবর্ষ উপলক্ষে এক আন্তর্জাতিক সেমিনার ২৫ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ^বিদ্যালয় (রাবি) বাংলা বিভাগ ও বাংলা গবেষণা সংসদ এই সেমিনারের আয়োজন করেছে। ঐদিন রাবি শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে সকাল ৯:৩০ মিনিটে দিনব্যাপী এই সেমিনার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে সূচক বক্তা হিসেবে প্রবন্ধ উপস্থাপন করবেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর অধ্যাপক হিমবন্ত বন্দোপাধ্যায়। বাংলা বিভাগের সভাপতি ও মধুসূদন দ্বিশতজন্মবর্ষ উদযাপন উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক শহীদ ইকবাল অনুষ্ঠানে স্বাগত ভাষণ দিবেন।

উদ্বোধনী অধিবেশনের পর ৩টি একাডেমিক অধিবেশন অনুষ্ঠিত হবে। সেমিনারে সমাপনী বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাবির সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক।
সেমিনারে দেশ-বিদেশ থেকে সংশ্লিষ্ট বিষয়ের প্রায় ১০০ জন শিক্ষক ও গবেষকসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত থাকবেন।