রাবি মহিলা পরিষদের মেহেরচন্ডি কড়ইতলা মোড়ে মতবিনিময় সভা

আপডেট: ডিসেম্বর ৬, ২০২৩, ৭:৩৬ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


মঙ্গলবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের কর্মসূচির অংশ হিসেবে মেহেরচন্ডি কড়ইতলা মোড়ে ৩টি পাড়া কমিটির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিকাল সাড়ে তিন টায় পাড়া কমিটির সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপিকা রাশেদা খালেক, সভা সঞ্চালনা করেন রাবি শাখার সাংগঠনিক সম্পাদক ফরিদা ইয়াসমিন, স্বাগত বক্তব্য দেন মেহেরচন্ডী কড়ইতলা পাড়া কমিটির সভাপতি ফুলসুরা বেগম এবং নারী ও কন্যা নির্যাতন প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক বক্তব্য দেন রাবি শাখার সাধারণ সম্পাদক মোবাররা সিদ্দিকা, ধন্যবাদ জ্ঞাপন করেন মেহেরচন্ডী কড়ইতলা পাড়া কমিটির সহ-সভাপতি বেদেনা খাতুন।উক্ত সভায় বিভিন্ন পাড়া কমিটির ৩৮জন সদস্য উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ