রামেক হাসপাতালে রোগীর স্বর্ণের চেইন ছিনতাইকারীসহ ভুয়া এসআই আটক

আপডেট: মে ৯, ২০২৪, ৯:০৬ অপরাহ্ণ

রামেক হাসপাতালে রোগীর স্বর্ণের চেইন ছিনতাইকারীসহ ভুয়া এসআই আটক

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বর্ণের চেইন ছিনতাইকারী ও এক ভুয়া এসআইকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) সকাল ১০টায় ওই ছিনতাইকারীকে ও ১১ টায় ভুয়া এসআইকে আটক করা হয়েছে।

ছিনতাইকারীর নাম মো. শাহাদাত হোসেন (২৮)। সে কাশিয়াডাঙ্গা থানার উত্তর বালিয়া এলাকার মো. বাদশা মিয়ার ছেলে৷ এরআগেও সে দুটি স্বর্ণের চেইন ছিনতাই করে পালিয়ে যায়।

আর ভুয়া এসআই আ.কাদের (২৮)। তার বাড়ি কাটাখালি। রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, সিসিটিভি ফুটেজে ছিনতাইকারীকে শনাক্ত করে সবাইকে সতর্ক করা হয়েছিলো। তাকে হাসপাতালের ৫ নম্বর গেট থেকে আনসারের পিসি মো. শহিদুল ইসলাম ও এপিসি এনামুল হক আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে যে, দুটি স্বর্ণের চেইন ইতিপূর্বেও সে চুরি করেছে। ছিনতাইকারীকে হাসপাতাল পুলিশ বক্সে হস্তান্তর করা হয়েছে।

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ আরও জানান, হাসপাতালের ইমারর্জেন্সি টিকিট কাউন্টারের সামনে ভুয়া এসআই পরিচয়দানকারী ব্যক্তির আচরণ ও চলাফেরা সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। সে নিজেকে মতিহার থানায় কর্মরত এসআই বলে দাবি করেন। পরে খোঁজ নিয়ে জানা যায় সে ভুয়া এসআই৷এ দুই জনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ