লিস্টারদের তিন দিনব্যাপি প্রশিক্ষণের সমাপনী

আপডেট: জুন ৩০, ২০২৪, ১০:৫২ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর আওতাধীন অর্থনৈতিক শুমারী-২০২৩ প্রকল্পে লিষ্টিং কার্যক্রমে লিস্টারদের তিন দিনব্যাপি (২৮-৩০জুন) প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী অনুষ্ঠান হয়েছে। রোববার (৩০ জুন) বিকেলে রাজশাহী সিটি করপোরেশনে ৫ নম্বর ওয়ার্ডের মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু।

বিশেষ অতিথি ছিলেন, সোনালী ব্যাংক অব: ডিজিএম মনোয়ার হোসেন সেলিম, সাবেক সভাপতি লায়নস ক্লাব অব রাজশাহী একে মাসুদ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রশিক্ষনের মাস্টার ট্রেনার ও জোনাল অফিসার মো. ওয়াহিদুজ্জামান। উল্লেখ্য প্রতি দশ বছর পরপর অর্থনৈতিক শুমারি হয়ে থাকে শেষ ২০১৩ সালে অর্থনৈতিক শুমারি সংঘটিত হয়েছিল এ বছর ৪র্থ অর্থনৈতিক শুমারী পরিচালিত হতে যাচ্ছে।