শিখ নেতা নিজ্জার খুনের ঘটনায় কানাডায় তিন ভারতীয় গ্রেফতার

আপডেট: মে ৪, ২০২৪, ২:১১ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের ঘটনায় তিন ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে কানাডা পুলিশ। গ্রেফতারদের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা।

গত বছরের জুনে কানাডার ভ্যাঙ্কুভার শহরের এক ব্যস্ত কার পার্কে মুখোশধারী বন্দুকধারীরা নিজ্জারকে (৪৫) গুলি করে হত্যা করে।
এই হত্যাকাণ্ডের ঘটনা কানাডা ও ভারতের মধ্যে বড় ধরনের কূটনৈতিক সংকট সৃষ্টি করে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেছিলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের সরকার জড়িত থাকতে পারে। তার এই মন্তব্যের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নাজুক হয়ে পড়ে। নয়া দিল্লি জোরালোভাবে অভিযোগ অস্বীকার করে।

শুক্রবার (৩ মে) এই গ্রেফতারের কথা ঘোষণা করে পুলিশ সুপার মনদীপ মুকার জানান, সন্দেহভাজনরা হচ্ছেন করণ প্রীত সিং (২৮), কমল প্রীত সিং (২২) এবং করণ ব্রার (২২) ।
এরা ৩ জনই কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলবার্টার এডমন্টন শহরের বাসিন্দা। সেখান থেকেই এদের গ্রেফতার করা হয়।

কোর্ট রেকর্ডের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা বিবিসি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১ম শ্রেণির হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে হত্যা-ষড়যন্ত্রের অভিযোগও আনা হয়েছে।
পুলিশ জানায়, তারা সবাই ৩ থেকে ৫ বছর ধরে কানাডায় আছে।
তথ্যসূত্র: বিডিনিউজ