সংবেদনশীল সংবাদ প্রচারে সাংবাদিকদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

আপডেট: এপ্রিল ৩০, ২০২৪, ৯:৫৯ অপরাহ্ণ


তথ্যবিবরণী:


মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে রাজশাহী মহানগরীর স্থানীয় একটি রেস্টুরেন্টে ‘প্রান্তিক জনগোষ্ঠীর সংবেদনশীল সংবাদ প্রচারে সাংবাদিকদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ লিগ্যাল এইড এ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (বিএলএএসটি-ব্লাস্ট) এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

মতবিনিময় সভায় বক্তারা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য সংবাদমাধ্যম ও সাংবাদিকদের অগ্রগণ্য ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা সবসময় প্রান্তিক পর্যায়ের অবহেলিত মানুষের বস্তুনিষ্ঠ খবরা-খবর তুলে আনার জন্য সাংবাদিকদের তৎপর চেতনা জাগ্রত রাখার তাগিদ দেন। তাঁরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সংবেদনশীল শব্দ ব্যবহারে আরও বেশি খেয়াল রাখার পরামর্শ দেন। এ সময় ব্লাস্ট-এর প্রান্তিক জনগণের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও আলোচনা করেন বক্তারা।

সভায় মো. নিজামুল হক নাসিম বলেন, পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও দেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণমূলক প্রকল্প নিয়ে কাজ করছে ব্লাস্ট। তিনি সংস্থাটির সূচনালগ্ন থেকেই পাশে আছেন বলে জানান।

যে কোনো ধরনের সংবেদনশীল সংবাদ প্রচারে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম উল্লেখ করে তিনি বলেন, কোনো সংবাদ যখন লেখা হয়, তখন এর শব্দগুলো সাংবাদিকরাই প্রথমে ব্যবহার করে এবং পরে তা জনগণের কাছে প্রচারিত হয়। আর সেটা পড়েই সবাই বুঝতে পারে যে, কেমন সংবাদ লেখা হয়েছে।

তিনি বলেন, সময়ের বিবর্তনে মানুষের চিন্তা-চেতনার পরিবর্তন ঘটছে। এখন কোনো শব্দ ছয় মাস থাকবে কি না তা কেউই বলতে পারে না। ক্রমশই বিভিন্ন শব্দ বিবর্তিত হচ্ছে। কখনো-কখনো শব্দের বিকৃত রূপ মানুষের মুখে উচ্চারিত হয়- এটা শোভনীয় নয়। এ ক্ষেত্রে সংবেদনশীল শব্দ ব্যবহার করা অতীব জরুরি। সংবেদনশীল শব্দ ব্যবহারে চিন্তা-চেতনার পরিধি আরও বৃদ্ধি করার জন্য তিনি সাংবাদিকদের পরামর্শ দেন।

একজন হিজড়াকে হিজড়া বলতে কোনো সমস্যা নেই উল্লেখ করে তিনি বলেন, শুধু পরিচিতির জন্য নাম পরিবর্তন করলেই কোনো উপকার হবে না, সম্পদের ভাগ নিশ্চিত করতে হবে। সম্পদ ভাগের ক্ষেত্রে সবার কথা উল্লেখ থাকলেও একজন হিজড়া কী পাবে? সেটা কোথাও উল্লেখ নেয়। তিনি সমাজের বঞ্চিত এমন সব জনগোষ্ঠীর মানুষের নিবৃত দুঃখ-বেদনা নিয়ে কাজ করার কথা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ব্লাস্টের রাজশাহী ইউনিটের পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট অসিত কুমার সান্যাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্লাস্টের রাজশাহী ইউনিটের পরিচালনা কমিটির ইউনিট উপদেষ্টা ও সদস্য মো: আব্দুস সামাদ, ব্লাস্টের উপদেষ্টা কমিটির সদস্য ও দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত। অন্যান্যের মধ্যে ব্লাস্টের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ