সপ্তাজুড়ে ৪০ ডিগ্রির ঘরে রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা

আপডেট: এপ্রিল ২৩, ২০২৪, ৮:২০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে সপ্তাজুড়ে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে অবস্থান করছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলিসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে মৌসুমের সর্বোচ্চ এই তাপমাত্রায় রাজশাহীতে জন-জীবন কাহিল হয়ে পড়েছে।

জানা গেছে, রোববার (২১ এপ্রিল) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (২০ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দমমিক ৫ ডিগ্রি। আর শুক্রবার (১৯ এপ্রিল) ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক এসএম গাউসুজ্জামান বলেন, রাজশাহীতে কয়েকদিন তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই সপ্তায় বৃষ্টির আভাস নেই। তবে আগামি বৃহস্পতিবারের দিকে সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়তে পারে।