সর্বোচ্চ তাপমাত্রা কমেছে, সোমবার থেকে বৃষ্টির আভাস

আপডেট: মে ২, ২০২৪, ৯:৫৭ অপরাহ্ণ

সর্বোচ্চ তাপমাত্রা কমেছে, সোমবার থেকে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক:


আগামি সোমবার (৫ মে) থেকে রাজশাহীতে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরপরে একটানা দুই থেকে তিনদিন রাজশাহীতে বৃষ্টিপাত ঝরতে পারে। বৃহস্পতিবার (২ মে) রাত সাড়ে আটটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন-রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক এসএম গাউসুজ্জামান।

তিনি বলেন, বুধবারের তুলনায় বৃহস্পতিবার রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমেছে ১ ডিগ্রি। তবে সর্বনি¤œ তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক ২ ডিগ্রি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি। বুধবার (১ মে) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৬ ডিগ্রি।

এ বিভাগের অন্যান্য সংবাদ