সাঁথিয়ায় ব্যাংক ম্যানেজারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি-স্বর্ণ ও নগদ টাকা লুট

আপডেট: মে ৬, ২০২৪, ৮:২৬ অপরাহ্ণ

সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি:


পাবনার সাঁথিয়ায় ব্যাংকের ম্যানেজারের (ব্যবস্থাপক) বাড়িতে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা এ সময় ২০ ভরি স্বর্ণ ও নগদ দুই লাখ টাকা নিয়ে গেছে বলে বাড়ির মালিকের দাবি। রোববার (৫মে) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা সাঁথিয়া পৌরসভাধীন চোমরপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে ও জনতা ব্যাংক সাঁথিয়ার আতাইকুলা শাখার ম্যানেজার মঞ্জুরুুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।

সাঁথিয়ায় ব্যাংক ম্যানেজার মঞ্জুরুুল হক জানান, প্রতিদিনের মত রাতে খাবার খেয়ে বাড়ির সবাই ঘুমাতে যাই। ঘটনার দিন রাত আড়াইটার দিকে রান্না ঘরের গ্রিল কেটে মুখোশ পড়া একদল ডাকাত বাড়ির ভেতর প্রবেশ করে। এ সময় ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ২০ ভরি স্বর্ণ ও নগদ দুই লাখ টাকা নিয়ে যায়।

সাঁথিয়ার থানার অফিসার ইনচার্জ(ওসি)আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ডাকাতির সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ