সাঁথিয়ায় আগুনে পুড়ে দুই দোকান ভষ্মিভুত

আপডেট: জানুয়ারি ১০, ২০২৪, ৭:৪৬ অপরাহ্ণ


সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি:


পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা বাজারে আগুনে পুড়ে দুই দোকান ও মালামাল ভষ্মিভুত হয়েছে। এতে প্রায় ২৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকদের দাবী। বুধবার (১০জানুয়ারি) সকাল ৭টার দিকে এ অগিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে আতাইকুলা বাজারে ফ্যামিলি মার্কেটের ফরিদ ডিপার্টমেন্টাল স্টোরে (মুদি দোকান) আগুন দেখতে পায় স্থানীয়রা। এ সময় ফরিদের দোকান থেকে পাশের রিদয়ের চায়ের দোকান অশোক ষ্টোরে আগুন ছড়িয়ে পড়ে। তারা দোকান মালিক ফরিদ উদ্দিন ও রিদয়সহ পাবনা ফায়ার সার্ভিসকে খবর দেন।

এলাকাবাসী এবং পাবনা ফায়ার সার্ভিস এর একটি ইউনিট এসে প্রাণপণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে আগুনের লেলিহান শিখায় দুটি দোকান ও মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়।

ফরিদ ডিপার্টমেন্টাল স্টোরের মালিক ফরিদ উদ্দিন জানান,আগুনে তার প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। অপর চায়ের দোকানদার রিদয় জানান, তার প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।

পাবনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন জানান,আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং আগুন নিয়ন্ত্রনে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ