সাংবাদিক আবু সাঈদের ৫৩তম মৃত্যুবাষির্কীতে স্মরণসভা অনুষ্ঠিত

আপডেট: জুন ২৮, ২০২৪, ৯:৪২ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


প্রয়াত সাংবাদিক আবু সাঈদের ৫৩তম মৃত্যুবাষির্কীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুন) বিকেলে রাজশাহী প্রেসক্লাব ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ এ সভার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক অ্যাড. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ স্মরণ সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহসভাপতি সালাউদ্দিন মিন্টু, সাংস্কৃতিক কর্মী বাসেত প্রামাণিক, পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন, ব্যবসায়ী নেতা শরিফুল ইসলাম রিপন।

এ সময় বক্তারা সাংবাদিক আবু সাইদকে স্মরণ করে বলেন, তিনি ছিলেন রাজশাহী প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ হন তিনি। বর্তমানে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে আপোষহীন থেকে সাহসী সাংবাদিকতা করতে পারলেই আবু সাইদের সংগ্রাম সার্থকতা লাভ করবে।