সাপাহারে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

আপডেট: জুন ২৩, ২০২৪, ১১:১৯ অপরাহ্ণ


সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর সাপাহারে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত-দুস্থ অসহায় ৫৬ টি পরিবারের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।
রোববার (২৩ জুন) বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণায়লয় এর বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে উপজেলার ৫৬টি পরিবারের মাঝে ১২০ বান্ডিল ঢেউটিন ও ৩ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র-মজুমদার এমপি।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, থানার অফিসার ইনচার্জ ওসি) পলাশ চন্দ্র দেব, নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার মহিলা ভাইস চেয়ারম্যান ফাইমা খাতুন, ভাইস চেয়ারম্যান নঈমুদ্দীন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।