সিংড়ায় ব্যতিক্রমি আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত

আপডেট: ডিসেম্বর ৩, ২০২৩, ৮:৪০ অপরাহ্ণ


সিংড়া (নাটোর) প্রতিনিধি:


৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৩ উপলক্ষে নাটোরের সিংড়া চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ে ব্যতিক্রমি আয়োজনে দিবসটি পালিত হয়েছে। র‌্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান ও অভিনয় করেছেন বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি।

রোববার (৩রা ডিসেম্বর) বেলা ১২টায় সিংড়া পৌরসভার সোহাগবাড়ি মহল্লায় বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধী শিক্ষার্থীরা দেশাত্ববোধক গান গেয়েছেন এবং শিক্ষামূলক অভিনয় করেছেন। এতে করে তারা সকলের নজর কেঁড়েছেন।

এসময় উপস্থিত ছিলেন পৌর আ.লীগের সভাপতি ডালিম আহমেদ ডন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, স্থানীয় ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর তরিকুল ইসলাম তপন, ওয়ার্ড আ’লীগের সভাপতি আ. জলিল, চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. আঞ্জুমান আরা প্রমুখ।