সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের হীরক জয়ন্তী উৎসব

আপডেট: নভেম্বর ৪, ২০২৩, ৭:২৫ অপরাহ্ণ


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:


নাটোরের বড়াইগ্রাম উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজে হীরক জয়ন্তী উৎসব করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকালে কলেজ মাঠে মঙ্গল প্রদিপ জ্বেলে আয়োজিত অনুষ্ঠানের সুচনা করা হয়। প্রধান অতিথি হিসেবে কার্ডিনাল প্যাট্রিক ডি, রোজারিও উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

ফাদার-জের্ভাস-রোজারিওর সভাপতিত্বে সুচনা অনুষ্ঠানে স্থানীয়-সংসদ-সদস্য ডা. সিদ্দিকুর-রহমান-পাটোয়ারী, ইউএনও আবু রাসেল, সহকারী-কমিশনার (ভূমি) বোরহান-উদ্দিন-মিঠু, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফাদার শংকর-ডমিনিক-গমেজ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতি-চারণ করা হয়। পরে আমন্ত্রীত ও নিজস্ব শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করা হয়। সবশেষে প্রতিষ্ঠান ব্যান্ডদল ‘শিরোনামহীন’ সংগীত পরিবেশন করে।