সোনামসজিদ স্থল বন্দরের কাস্টমস অফিসে ৫৭টি পদের মধ্যে ৩০টি শূন্য

আপডেট: নভেম্বর ৮, ২০২৩, ১১:৫৮ পূর্বাহ্ণ

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা:


সরকারের রাজস্ব আয়ের অন্যতম প্রতিষ্ঠান দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরের কাস্টমস অফিসে রয়েছে জনবল সংকট। প্রায় অর্ধেক জনবল চলছে কাস্টমস অফিসের কাজ। ফলে নানা সমস্যায় পড়তে হচ্ছে সংশ্লিষ্ট অফিসকে। কাস্টমস অফিস সূত্রে জানা গেছে সোনামসজিদ স্থলবন্দরের কাস্টমস অফিসে জনবলের সংখ্যা রয়েছে মোট ৫৭ জন।

পদগুলি হলো জয়েন্ট কমিশনার পদে একজন, ডেপুটি সহকারী কমিশনার পদে চারজন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদে একজন, রিভিনিউ অফিসার পদে ছয় জন, অ্যাসিস্ট্যান্ট রিভিনিউ অফিসার পদে ২০ জন, আপার ডিভিশন সহকারী পদে তিনজন, ক্যাশিয়ার পদে একজন স্টোনাগ্রাফার কাম কম্পিউটার অপারেটার পদে একজন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার পদে একজন, সাব ইন্সপেক্টর পদে একজন, ড্রাইভার পদে তিনজন, সিপাই পদে ১২জন, এমএলএসএস পদে একজন, নাইট গার্ড পদে একজন।

এ পদগুলির মধ্যে কর্মরত আছেন ৩০জন। ঘাটতি রয়েছে ২৭জন। শূন্যপদগুলি হলো ডেপুটি কমিশনার পদে তিনজন, রিভিনিউ পদে দুই জন, অ্যাসিস্ট্যান্ট রিভিনিউ অফিসার পদে ৯ জন, ড্রাইভার পদে দুইজন, সিপাই পদে দুইজন, এমএলএসএস পদে দুইজন।

এব্যাপারে সোনামসজিদ স্থলবন্দরের কাস্টমস অফিসের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ জানান পদগুলির ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে । আশা করি উর্দ্ধতন কর্তৃপক্ষ খুব শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।