২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষা এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

আপডেট: মে ৭, ২০২৪, ৯:১১ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী সরকারি মহিলা কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। পরীক্ষায় মোট অংশগ্রহণ করে ১০৫৪ জন শিক্ষার্থী। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, একাদশ ভর্তি ও পরীক্ষা কমিটি-২০২৩ এর আহ্বায়ক এবং এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক মো. তোফাজ্জল হোসেন মোল্লাসহ সকল বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অধ্যক্ষসহ সকলে পরীক্ষায় ভাল ফলাফল অর্জনের ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় অধ্যক্ষ কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করেন এবং ভবিষ্যতে ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ ও ভাল ফলাফল করার জন্য উদ্বুদ্ধ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কমিটির সদস্য ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া নাসরীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ