৩ শতাধিক মানুষের মাঝে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের শীতবস্ত্র বিতরণ

আপডেট: জানুয়ারি ২১, ২০২৪, ৯:৫০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী নগরীর তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (২১ জানুয়ারি) দুপুরে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউস প্রাঙ্গতে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

উত্তরের সর্ববৃহৎ সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় কম্বল পেয়ে শীতার্তরা উচ্ছাস প্রকাশ করেন। তারা বলেন, কদিন ধরে খুব কস্ট হচ্ছিল। এখন একটু হলেও স্বস্থি পাবো। কম্বল প্রাপ্তরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো. লিয়াকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাত খানের পরিচালনায় কম্বল বিতরণ করেন, বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মতিন, বীর মুক্তিযোদ্বা বজলুর রহমান, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক সানশাইন পত্রিকার বার্তা সম্পাদক ও দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার মামুন-অর-রশিদ ও কেএম জোবায়েদ হোসেন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ