৭০ বছর পুর্তি : প্রথম পুনর্মিলনী

আপডেট: জুন ১৯, ২০২৪, ৮:১০ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি


পাবনার ঈশ্বরদীর রূপপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৭০ বছর পুর্তি ও প্রথমবারের মত এই বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। সকালে বেলুন ও পায়রা উড়িয়ে এই আয়োজন এবং বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ। পুনর্মিলনী আয়োজক কমিটি ও রূপপুর উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোঃ শামীমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ শামীম রেজা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক সেহেলী আক্তার, সাবেক প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, পাকশীর ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, সাবেক চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হবিবুল ইসলাম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস, জেলা পরিষদের সাবেক সদস্য ছাইফুল আলম বাবু মন্ডল, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, স্কুল পরিচালনা কমিটির সদস্য রেজাউল করিম রাজা প্রমুখ।