অন্ধ্রে বিদ্যুৎস্পৃষ্ট ১৩ শিশু

আপডেট: এপ্রিল ১২, ২০২৪, ১২:৪৭ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক:অন্ধ্র প্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। নববর্ষের পদযাত্রায় বেরিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হল ১৩ শিশু। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে উগাড়ি উপলক্ষে কুর্নুল জেলায় একটি পদযাত্রা বেরিয়েছিল। টেকুর গ্রামে অনেক মানুষ সেখানে উপস্থিত ছিলেন।

আচমকা হাইভোল্টেজ বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে একটি গাড়ি। তাতে অনেক শিশু ছিল। পদযাত্রা চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয় ১৩ শিশু।
তড়িঘড়ি করে আহত শিশুদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ১৩ শিশুর চিকিৎসা চলছে। কেউই আশঙ্কাজনক নয়।

তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ