আমন মৌসুমের চিনিগুড়া চালের উদ্বোধন

আপডেট: ডিসেম্বর ১৪, ২০২৩, ৭:৫৩ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহীর দাউকান্দির ভেড়াপড়া বাজারে অবস্থিত নাবিল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কের নাবিল অটোরাইস মিলে বৃহস্পতিবার (১৪ডিসেম্বর) আমন মৌসুমের চিনিগুড়া চালউৎপাদনের উদ্বোধন অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বক্স মন্ডল, সিএসএফএমও মোহাম্মাদ মশিউর রহমান, সিপিএমও মামুনুর রশিদ, ডিরেক্টর সাপ্লাই চেইন সিব্বির আহমেদ, জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান, এজিএম আইনাল হক, এজিএম (রাইস বিজনেস) শহিদুল ইসলাম, ম্যানেজার এস এম শিহাবসহ গ্রুপের সর্বস্তরের শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা ও শুভানুধ্যায়ীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বক্স মন্ডল সেবার মনোভাব নিয়ে দেশ ও জাতির কল্যাণে সকল কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

সেই সাথে নির্ভেজাল খাদ্য উৎপাদন করে সমৃদ্ধ স্বদেশ গড়ার লক্ষ্যে পৌঁছাতে প্রতিটি স্তরের লোকবলকে সচেতন থেকে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান। উল্লেখ্য নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ উত্তরবঙ্গের সর্ববৃহৎ কৃষি ভিত্তিক বানিজ্যিক প্রতিষ্ঠান যেটি দেশের উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার মান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ